শীর্ষ আদালত কর্তৃক রামমন্দির নির্মাণের রায় ঘোষণার তিনমাসের মধ্যে রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করার নির্দেশ ছিল | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীতকালীন সংসদ অধিবেশনে ৫ই ফেব্রুয়ারি সেই ট্রাস্ট গঠনের ঘোষণা করেছেন | সেই ‘রামজন্মভূমি তীর্থ ট্রাস্টে’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বুধবার | সেখানে ট্রাস্টের প্রধান হিসেবে নির্বাচিত হলেন মোহান্ত নৃত্র গোপাল দাস | তিনি ট্রাস্টের সভাপতি পদে নির্বাচিত হলেও বিশ্ব হিন্দু পরিষদের চম্পট রাই সাধারণ সম্পাদক পদে আসীন হন | প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র নির্মাণের জন্য দায়িত্ব প্রাপ্ত থাকবেন |
বৈঠকে কোর কমিটি গঠন হলেও প্রথম বৈঠক থেকে এটা সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি যে কবে থেকে প্রকৃত অর্থে রামমন্দির নির্মাণের কার্য শুরু হবে | বৈঠকের শুরুতেই রামমন্দির বিতর্কে ১৫২৮সাল থেকে যে সকল অগণিত রামভক্ত প্রাণ হারিয়েছেন,তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় | শীর্ষ আদালতে ট্রাস্টের আইনজীবী পরাশরনের বাড়িতে হওয়া এই বৈঠকে ট্রেজারার নির্বাচিত হন স্বামী গোবিন্দ দাস |
এদিন সিদ্ধান্ত নেওয়া হয়, অযোধ্যায় একটি কার্যালয় খোলা হবে ট্রাস্টের | মূল যে নক্সা তা তিনবছর আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবনা অনুযায়ীই হবে বলে সূত্রের খবর | সমগ্র উত্তরপ্রদেশের বাসিন্দাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রায়ের পরেও বজায় রাখার জন্য ট্রাস্টের পক্ষ থেকে ধন্যাবাদ জ্ঞাপন করা হয় | উত্তরপ্রদেশ সরকার ও সর্বোপরি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নতুন ট্রাস্টের পদাধীকারীরাও | রামজন্মভূমির স্বপক্ষে যে আন্দোলুন তা স্বাধীনতার পরে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন বলে এদিন উল্লেখ করেন অংশগ্হরণকারীরা | তার জন্য সকল সাধু-সন্ন্যাসী যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা |