“ভারতের নাগরিকত্ব খোয়াতে চলেছেন সোনিয়া -রাহুল”, বিস্ফোরক মন্তব্য সুব্রমনিয়াম স্বামীর

“খুব দ্রুতই নিজেদের ভারতীয় নাগরিকত্ব খোয়াতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী “| বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমনিয়াম স্বামী| হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি | বলেন, সেই ফাইল রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের টেবিলে| তাঁরা খুব শীগগিরিই নাগরিকত্ব হারাতে চলেছেন |

ভারতের সংবিধানের উল্লেখ করে প্রাক্তন বিজেপি সাংসদ আরও বলেন যে, অন্য দেশের নাগরকিত্ব নেওয়া থাকলে ,তখনই ভারতীয় সংবিধান অনুযায়ী আপনাআপনিভাবে ভারতের নাগরিকত্ব হারায় সে ব্যাক্তি | কয়েকদিন আগেই লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী বিদেশী ইস্যুতে সরগরম হয়েছিল ভারতীয় রাজনীতি | তিনি কীভাবে ভোটে লড়বেন তা নিয়ে প্রশ্ন আদালত অবধি গড়িয়েছিল| ” রাহুলের দাখিল করা নথিতে স্পষ্ট ছিল যে তিনি ব্রিটিশ নাগরিক,বলেন স্বামী| ইংল্যান্ডে ব্যবসার সুবাদে তাঁকে যা নিতে হয়েছিল | তাই যদি তিনি ভারতে থাকতে চান, তবে তাকে নতুন করে তাঁর পিতৃপরিচয় দিয়ে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হবে| সোনিয়া গান্ধী নিজেও জন্মসূত্রে বিদেশি | নথি সেকথাই বলে | তাই তাঁর পরিচয়ে নাগরিকত্বের আবেদন করা যাবেনা | “

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে সিএএ-র সমর্থনে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,যারা এই আইনের বিরোধীতা করছে তারা কেউ এই আইনটি পড়েননি | ভারতীয় মুসলিমদের এই আইনে কোন সমস্যাই নেই | বরং বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের ভরসা যোগানোর জন্যই করা হয়েছে এই আইন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.