দেশের প্রথম একবার ব্যবহার করে ফেলে দেওয়া বা ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিক মুক্ত বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ।
দিল্লির বিমানবন্দরের পরিচালনার ভার যাদের হাতে আছে সেই দিল্লি ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্ট লিমিটেড সোমবার এমনটাই জানিয়েছে। প্লাস্টিকমুক্ত বিমানবন্দরের শংসাপত্র আইজিআই এয়ারপোর্ট পেয়েছে সিআইআইয়ের কাছে থেকে। তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ডিআইএএলের সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর ২০২২ সালের মধ্যে এককালীন ব্যবহৃত প্লাস্টিক মুক্ত দেশ বানানোর সঙ্কল্পের অংশীদার ।
সেই কাজকেই তারা এগিয়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন। দিল্লি বিমানবন্দরকে প্লাস্টিক মুক্ত করার ব্যপারে তাদের সংকল্প অটুট ছিল বলেও জানিয়েছেন এই পদাধিকারী ।