এপ্রিলে পুরভোট, তাই আগামী ২ মার্চ তৃণমূল ভবনে দলের সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন থেকে চিঠি পৌঁছায় নবান্নে (Nabanna)। যেখানে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল কোলকাতা হাওরা পুরো নিগমের ভোট করতে চায় কমিশন। ২৬ এপ্রিল বাকি পৌরসভা নির্বাচনের দিন ধার্য করেছে তারা। এরপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে নবান্নে।
তারই ফলস্বরূপ ২ মার্চ তৃণমূল (TMC) ভবনে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, পৌর নির্বাচনের আগে শেষ সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই বৈঠকে হাজির থাকতে পারেন ভোটগুরু প্রশান্ত কিশোর। ওইদিনই দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে ভোটের লড়াই করার ‘স্ট্র্যাটেজি’ বলে দেবেন দলনেত্রী। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ।