তার রাজ্য বিহারে মদ্যপান নিষিদ্ধ ২০১৬ থেকেই। একই ঢঙে এবার গোটা দেশে মদ্যপান বন্ধে এগিয়ে আসার পক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগী হয়া উচিত বলে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ‘লিকার ফ্রি ইন্ডিয়া’ নামক একটি কনভেনশনে মদ্যপান বিরোধী বক্তৃতা দিতে গিয়ে এমনটাই বললেন লোহিয়াপন্থী প্রবীণ এই জেডিইউ নেতা ।
তিনি বলেন মদ্যপান দেশের সর্বনাশ ডেকে আনছে। এর থেকে রেহাই পেতে শুধুমাত্র রাজ্যওয়ারী নিষিদ্ধকরণে কাজ হবেনা। পুরোপুরি এর কুফল থেকে দেশের যুবসমাজকে বাঁচাতে হলে গোটা দেশব্যাপী মদ নিষিদ্ধ করা প্রয়োজন ।
তার জন্য দরকার কেন্দ্রীয় সরকারের সদর্থক পদক্ষেপ। তিনি আরো বলেন বিহারের পূর্বেও অনেক রাজ্য মদ্যপানকে বন্ধ করায় উদ্যোগী হলেও ব্যর্থ হয়েছে। আবার গুজরাতের মত সফলও ।
বিহারের তার আগে কর্পূরী ঠাকুর উদ্যোগী হলেও সফল হননি বলে মত নীতিশের। সেই জায়গা থেকে বিহার প্রাথমিকভাবে বিহার সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন ।