সপ্তাহের শেষ দিনে অল্প হলেও বৃদ্ধি পেল সোনার দাম। এমনটাই জানা যাচ্ছে কলকাতার বাজার সূত্রে। গত কয়েকদিন ধরেই বেশি ছিল সোনার দাম। চলতি সপ্তাহের মঙ্গলবার বেশ খানিকটা দাম কমেছিল সোনার দাম। বুধবার আরও কমে সোনার দাম। শনিবার থেকে ফের দাম বাড়ছে সোনার দাম, ২২ ও ২৪ ক্যারেট উভয় ক্ষেত্রেই কমেছে সোনার দাম।
রবিবার ২২ ক্যারেটে সোনার দাম- ১ গ্রামে – ৪০৩৮ টাকা, ৮ গ্রামে- ৩২,২৯৬টাকা ১০ গ্রামে-৪০,৩৭০টাকা ১০০ গ্রামে – ৪,০৩,৮০০ টাকা।
শনিবার ২২ ক্যারেটে সোনার দাম ছিল- ১ গ্রামে – ৪০৩৭ টাকা, ৮ গ্রামে- ৩২,৩০৪টাকা ১০ গ্রামে-৪০,৩৮০টাকা ১০০ গ্রামে – ৪,০৩,৭০০ টাকা।
শুক্রবার ২২ ক্যারেটে সোনার দাম ছিল – ১ গ্রামে – ৪০৪৪ টাকা, ৮ গ্রামে- ৩২,০৩২টাকা ১০ গ্রামে-৪০,০৪০টাকা ১০০ গ্রামে – ৪,০৪,৪০০ টা।
রবিবার ২৪ ক্যারেটে সোনার দাম – ১ গ্রামে – ৪১৭৮ টাকা, ৮ গ্রামে- ৩৩,৪২৪টাকা ১০ গ্রামে-৪১,৭৮০টাকা ১০০ গ্রামে – ৪,১৭,৮০০ টাকা
শনিবার ২৪ ক্যারেটে সোনার দাম – ১ গ্রামে – ৪১৭৭ টাকা, ৮ গ্রামে- ৩৩,৪১৬টাকা ১০ গ্রামে-৪১,৭৭০টাকা ১০০ গ্রামে – ৪,১৭,৭০০ টাকা
শুক্রবার ২৪ ক্যারেটে সোনার দাম ছিল- ১ গ্রামে – ৪১৪৪টাকা, ৮ গ্রামে- ৩৩,১৫২টাকা ১০ গ্রামে-৪১,৪৪০টাকা ১০০ গ্রামে – ৪,১৪,৪০০ টাকা
শনিবারের থেকে রবিবার সোনার দাম ২২ ক্যারেটে প্রতি ধাপে দাম বেড়েছে যথাক্রমে ১,৮,১০,১০০টাকা
শুক্রবারের থেকে শনিবার সোনার দাম ২২ ক্যারেটে প্রতি ধাপে দাম বেড়েছিল যথাক্রমে ৩৩,২৬৪,৩৩০,৩৩০০টাকা।
শনিবারের থেকে রবিবার সোনার দাম ২৪ ক্যারেটে প্রতি ধাপে দাম বেড়েছে যথাক্রমে ১,৮,১০,১০০টাকা। শুক্রবার থেকে শনিবার সোনার দাম ২৪ ক্যারেটে প্রতি ধাপে দাম বেড়েছিল যথাক্রমে ৩৩,২৬৪,৩৩০,৩৩০০টাকা।