কারোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়াল। রবিবার চিনা প্রশাসন জানায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০০৯ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ছুঁল ১৬৬৫। মোট আক্রান্তদের সংখ্যা ৬৮ হাজার। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নয় হাজার মানুষ। চিনের বাইরে অন্তত ৩০টি দেশে ৫০০ জন এই ভাইরাসের কবলে পড়েছেন। ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে মৃত্যু হয়েছে চার জনের।
করোনা ভাইরাসের মোকাবিলায় গিয়ে চিনে ১৭০০-র বেশি চিকিৎসাকর্মী আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় জনের। রবিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানিয়েছেন, চিন সরকারের পক্ষে সংক্রমণ রোখার প্রচেষ্টা অনেকাংশে সফল হচ্ছে। মারণ ভাইরাস রুখতে পারে এমন বেশকিছু ওষুধ পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে দেখা গিয়েছে সেগুলি যথেষ্ট কার্যকরী হচ্ছে। ওইদিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে বেজিংয়ে বৈঠকে বসেন চিনের স্বাস্থ্য অধিকর্তারা। এই মহামারী রোখার প্রক্রিয়া কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখতে দেশের তিনটি অঞ্চলে যৌথ ভাবে অভিযান চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিনের স্বাস্থ্য কমিশন।
এতকিছুর পরেও মৃত্যুমিছিল রক্তে কার্যত ব্যর্থ হয়েছে চিনা প্রশাসন। আপাতত করোনা ভাইরাসের মহামারী রুখতে যে তারা কোনও কসুর করছেন না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তুলে ধরতে চায় তারা।