আচমকাই শিক্ষা বিল স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের

আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে আনা হবে না শিক্ষা সংক্রান্ত বিল (Education Bill)। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাজিরা-সহ কিছু কড়াকড়ির বিধান এনে তৈরি হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’ (West Bengal University Laws (Ammended) Act, 2020)। বিধানসভার চলতি অধিবেশনেই সেই বিলটি পেশ করার প্রস্ততি নেওয়া হয়েছিল। যা নিয়ে আলোচনা শুরু হয়েছিল তৃণমূল পরিষদীয় দলে। সচরাচর বাজেট অধিবেশনে অন্য কোনও বিষয়ের বিল আসে না। কিন্তু বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলটি আজ বাজেট অধিবেশনের শেষ দিনে পেশ করে এক ঘণ্টা আলোচনা হবে বলে ঠিক হয়েছিল। সেইমতো পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর সহ আরো তিনজন বিধায়ককে বিষয়টি নিয়ে বলার জন্য তৈরি থাকতে বলা হয়েছিল।

শনিবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিধানসভা শনিবার বন্ধ হওয়া পর্যন্ত বিধায়কদের কাছে বিলের কপি পৌঁছায়নি। শেষমেশ স্পিকারের সচিবালয় থেকে সব পরিষদীয় দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, বিলটি আজ আসছে না। দিন কয়েক আগেই অতিথি অধ্যাপক বেতন বৃদ্ধির কথা নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশকিছু পদক্ষেপের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন যে বিলটি আনার কথা হয়েছিল, তাতে বর্তমানে কর্মরত অধ্যাপকদের জন্য বেশকিছু বিধি নিষেধের কথা বলা হয়েছে।

রাজ্য সরকার মনে করছে অতিথি অধ্যাপকদের জন্য পদক্ষেপ নেওয়ার পর এই বিলটি পাস করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত হবে না। সেক্ষেত্রে ভুল বার্তা যেতে পারে রাজ্যের কলেজের অধ্যাপকদের মধ্যে। আপাতত বিলটি বিধানসভায় না আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.