কর্ণাটকের এক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত তিন কাশ্মীরী যুবকের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগকারী ওই পড়ুয়াদেরই সহপাঠী। তিন যুবকের মধ্যে বাসিত নামে এক পড়ুয়া একটি ভিডিও শ্যুট করেন ওই প্রতিষ্ঠানের আবাসিক হস্টেলে ।
সেখানে বাসিতকে বলতে শোনা যায়, ” হাই আই অ্যাম বাসিত। আই অ্যাম ডুয়িং ফাইন হিয়ার। হাও ইউ ডুয়িং। “এরপর তার কথা বলা শেষ হলে আবহে পাকিস্তানি আর্মি থিম সঙ বাজতে শোনা যায়। ভিডিওটিতে দেখা যায় বাসিত সহ আরও দুজনকে ওই গানের সঙ্গে গুনগুন করতে ।
এই ভিডিও হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে হস্টেলের অন্যান্য পড়ুয়াদের মধ্যে। হাত ঘুরে পৌঁছয় ডান পন্থী সংগঠনের কাছে। তারা ওই ভিডিওর উপর ভিত্তি করে কে এল ই কলেজের ওই তিন ছাত্রের বিরুদ্ধে থানায় দেশোধীতার অভিযোগ আনে ওই সংগঠনের সদস্যরা। এরপরই হস্টেল থেকে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ।
প্রসঙ্গত এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিচ্ছিন্নতাবাদীদের সফট টার্গেট। এই তিন জনের মধ্যে বাসিত সোপোরের বাসিন্দা বলে নিজেই দাবি করে ভিডিওটিতে। কোনো বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গী সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে চান পুলিশ আধিকারিকেরা ।