দিল্লী বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতলো আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে ৮ টি আসন পেয়ে বিজেপি বিরোধী আসনে বসেছে। আপের এই জয়ে স্বভাবতই খুশী অরবিন্দ কেজরিওয়ালের দলের কর্মী সমর্থকরা । অন্যদিকে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পরও এই হারে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেনা বিজেপি শিবির ।
তবে হারলেও গত দিল্লী বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট শেয়ার বাড়িয়েছে বিজেপি প্রায় ৮ শতাংশ । শুধু তাই নয়, ১৯৯৩ থেকে আজ অবধি যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে সর্বাধিক ভোট পেয়ে রেকর্ডও গড়েছে কেন্দ্রের শাসক দল। স্বভাবতই প্রশ্ন উঠছে, ‘ফার্স্ট পাস্ট দ্য পোষ্টে’র নিয়ম অনুযায়ী আসনে না জিতলেও ভোট পার্সেন্টেজে আপের তুলনায় খুব একটা পিছিয়ে নেই বিজেপি ।
এর আগে ১৯৯৩ সালে যখন মদনলাল খুরানার নেতৃত্বে সরকার গঠন করে সেবার বিজেপির ভোট শেয়ার ছিল ৪৭.৮২ শতাংশ। তার পর থেকে আজ অবধি যতগুলি নির্বাচন হয়েছে সবকটির তুলনায় এবারের নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিমান বেশী মোদি-শাহর দলের ।