চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ মৌলিক অধিকার নয়| সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে সোমবার উত্তাল হল সংসদের নিম্নকক্ষ লোকসভা| এদিন লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ‘এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত| ভারত সরকারের কিছুই করার নেই|’ প্রহ্লাদ যোশির এই বক্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে লোকসভা| লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র সভাপতি তথা সাংসদ চিরাগ পাসোয়ান বলেন, ‘সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও সহমত নয় লোক জনশক্তি পার্টি| এ ব্যাপারে কেন্দ্রকে হস্তক্ষেপ করার অনুরোধ করছি আমরা|’আপনা দল-এর সাংসদ অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সহমত নয় আপনা দল| সবচেয়ে দুর্ভাগ্যজনক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট|’ তুমুল হইহট্টোগোলের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন| দুপুর দু’টোর পর লোকসভার অধিবেশন শুরু হলে সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ার চন্দ গেহলট বলেন, ‘এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছে সরকার|’ সংসদের বাইরে সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায় সংবিধানের পরিপন্থী|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.