হাওয়ালা মামলায় সোমবার প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক জিএম সরুরিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সরুরি প্রাক্তন কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদের ঘনিষ্ঠ।
উল্লেখ্য, জিএম সরুরির নাম আগস্ট ২০১৩ সালে কিস্তওয়ারে সাম্প্রদায়িক হিংসাতে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজেই কিস্তওয়ারে গত দুই বছরে সন্ত্রাসবাদী ঘটনা ও হাওয়ালার অর্থ সম্পর্কিত মামলার তদন্তের প্রসঙ্গে এনআইএ শনিবার সরুরিকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ পাঠিয়েছে। সন্ত্রাসীবাদীদের আশ্রয় দেওয়ার এবং পরিহর পরিবারের হত্যার অভিযোগে পুলিশ ইতিমধ্যে সরুরির ভাই সৈয়দুল্লা সরুরির বিরুদ্ধে মামলা করেছে।
2020-02-11