গত বছরের মত এবারেও কোন রকম উপস্থাপিকা ছাড়াই হয়েছে অস্কারের অনুষ্ঠান। তবে উপস্থাপিকা না থাকলেও চোখ ধাঁধানো মঞ্চ সহ একাধিক তারকা কেনু রিবস, পেনলপি ক্রুজ, জেমস করদেন নজর কেড়েছেন সকলের।
এবারের অস্কারের মঞ্চে ইতিহাস রচনা করল কোরিয়ান ছবি প্যারাসাইট। ওই ছবির চিত্রনাট্যকারের দখলে গিয়েছে অরিজিনাল স্ক্রিনপ্লে পুরস্কার। প্রথম বারের জন্য ইংরেজী সিনেমাকে হারিয়ে পুরষ্কার পেল কোরিয়ান সিনেমা।
পাশাপাশি এই বছরে প্রথম অস্কার জিতলেন অভিনেতা ব্র্যাড পিট। এবারে কার দখলে যাবে এই পুরস্কার তা নিয়ে কলাকুশলী এবং দর্শকদের মধ্যেও ছিল চূড়ান্ত উন্মাদনা। আকর্ষণের তালিকাতে ছিল জোকার, প্যারাসাইট, ম্যারেজ স্টোরি, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের মত ছবি।
এক ঝল্কে দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে কে পেলেন পুরস্কার:
সেরা সহ অভিনেতা- ব্র্যাড পিট(ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ অভিনেত্রী- লরা ডার্ন ( ম্যারেজ স্টোরি)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- (প্যারাসাইট)
সেরা পরিচালক- বং জুন হ (প্যারাসাইট)
সেরা অরিজিনাল সং- এলটন জন এবং বারনি তপিন( লাভ মি এগেন)
সেরা মিউজিক- হিদুর গুয়ান্দতির( জোকার)
সেরা ডকুমেন্টারি ফিচার- আমেরিকান ফ্যাক্টারি
সেরা ডকুমেন্টারি শর্ট- লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা প্রোডাকশন ডিজাইন- ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে- প্যারাসাইট
সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- জোজো রাবিট
সেরা অ্যানিমেটেড ফিচার- টয় স্টোরি ফোর
সেরা কস্টিউম ডিজাইন- লিটল উইমেন
সেরা সাউন্ড এডিটিং- ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা ছবি- প্যারাসাইট।