আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ‘ভাইয়াজি’ জোশী চার্চের বিরুদ্ধে অজ্ঞতা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে ভারতীয়দের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য ,যদি কেউ তাদের হৃদয় থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তবে কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে জোর করে ধর্মান্তরিত করা অপরাধ হিসাবে বিবেচনা করা উচিত ।
গোয়ার পানাজিতে ‘বিশ্বগুরু ভারত’ অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন তিনি। জোশী বলেছিলেন, কেউ যদি খ্রিস্টান ধর্মকে বুঝে গ্রহণ করে তবে তা ভাল ।
![](https://risingbengal.in/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-09-at-2.43.25-PM-1024x555.jpeg)
কিন্তু দারিদ্র্যের সুযোগ নিয়ে বা শোষণ করে কোনো মানুষকে ধর্মান্তরিত করা উচিত নয়।তাঁর মতে এটি অনুচিত। তাঁরা এর বিরোধিতা করবেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ ও বিরোধিতা করার কোনও কারণ তাদের নেই ।
তিনি বলেছিলেন যে, ”আপনি যখন জল সংরক্ষণের জন্য কাজ করছেন তখন কেন আপনার এই কাজের জন্য একটি গির্জার দরকার? যদি আপনি চিকিত্সা পরিষেবা দিতে চান, তবে দিন, তবে কেন সেখানে আপনার চার্চ তৈরি করার দরকার? এটি একটি ষড়যন্ত্র।আপনি যদি কাউকে গির্জার কাছে ডেকে আপনার ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করে তাদের ধর্ম গ্রহণ করতে বলেন তবে আমাদের কোনও আপত্তি নেই ।” কিন্তু গণ ধর্মান্তরকরণ অন্যায়। সুতরাং লোভ দেখিয়ে বা জোর করে ধর্মান্তরকে অপরাধ হিসাবে বিবেচনা করা উচিত ।