উসমান খান, আগামী টোকিও অলিম্পিকে পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোড়দৌড়ে। তিনিই এবার নিজের ঘোড়ার নাম ‘আজাদ কাশ্মীর’ রেখে সৃষ্টি করলেন বিতর্ক। সুত্রের খবর, ‘হেয়ার টু স্টে’ নামের ওই ঘোড়াটির নাম বদলে প্রায় সত্তর হাজার টাকা খরচ করেছেন বর্তমানে অস্ট্রেলিয়া নিবাসী ওই পাক অ্যাথলিট ।
গত বছরের মার্চে তিনি নাম বদলের রেজিস্ট্রেশন করান। নাম বদলে রাখেন ‘আজাদ কাশ্মীর’। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অংশের নামকে তিনি কিভাবে স্বাধীন বলতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে আইনের পথে যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় অলিম্পিক কমিটি। তবে উসমান অবশ্য জানিয়েছেন, তার ঘোড়াটির নামে নেই কোনো রাজনৈতিক ইঙ্গিত ।
তিনি সম্পুর্ণ ব্যাক্তিগতভাবে তার নিজের ঘোড়াটির নামকরণ করেছেন। তিনি এও জানান যে তিনি নাকি বর্তমানে স্পনসরের সন্ধানে রয়েছেন। যারা তাকে অস্ট্রেলিয়া থেকে জাপানে ঘোড়াটিকে নিয়ে যেতে সহায়তা করবে। তবে তার কথায় অবশ্য চিঁড়ে ভিজছে না। ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে তাকে ছাড়তে নারাজ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ।