চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু থামছেই না। বিগত ২৪ ঘন্টায় চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ৮৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৯৯ জন। আরও ৮৬ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭২২-এ। সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৩৪,৫৪৬ জন।
শনিবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের হানায় শুক্রবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৬ জনের।৮৬ জনের মধ্যে ৮১ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ৭২২। হুবেই-সহ চিনের অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৪,৫৪৬ জন।
এই দুঃসময়ে চিন-সহ অন্যান্য দেশকে আর্থিকভাবে সাহায্যের প্রস্তাব দিল আমেরিকা। আমেরিকা প্রশাসন সূত্রের খবর, করোনাভাইরাস রুখতে ১০০ মিলিয়ন ডলার দিয়ে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে আমেরিকা।
2020-02-08