ফিক্সড ডিপোজিট (এফডি) অথবা স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)| স্বল্প হোক অথবা দীর্ঘ মেয়াদের, সমস্ত ধরনের এফডি-র ক্ষেত্রেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই| একইসঙ্গে গৃহঋণেও সুদের হার কমাচ্ছে এসবিআই| আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এফডি এবং গৃহঋণে নতুন সুদের হার|শুক্রবার এসবিআই জানিয়েছে, রিটেল টার্ম ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হচ্ছে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট| বিভিন্ন মেয়াদে বাল্ক টার্ম ডিপোজিটেও সুদের হার কমানো হচ্ছে ২৫ বেসিস থেকে ৫০ বেসিস পয়েন্ট| গৃহঋণেও সুদের হার কমানো হচ্ছে ৫ বেসিস পয়েন্ট| এফডি এবং গৃহঋণে নতুন সুদের হার কার্যকর হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে| তবে, আগামী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে যাঁদের এফডি ডিপোজিটের মেয়াদ ফুরোচ্ছে, তাঁদের ক্ষেত্রে সুদের নতুন হার কার্যকর হবে না বলেই জানিয়েছে এসবিআই|
2020-02-08