দিল্লি বিধানসভা নির্বাচনের সকালেই সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়েছেন দেশর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিশালসংখ্যক মানুষকে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন।
শনিবার সকালে তিনি ট্যুইট করে জানিয়েছেন, “দিল্লির মানুষের কাছে আবেদন করছি, বিশেষত আমার নবীন বন্ধুদের কাছে আবেদন যে তাঁরা রেকর্ড সংখ্যক ভোট দিন”।
২০১৫ সালে নরেন্দ্র মোদীর দল বিজেপি মোট ৭০ আসনের মধ্যে তিনটি আসন পেয়েছিল। তবে তাঁরা আমতবিশ্বাসি যে এইবার আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে তাঁরা ক্ষমতাচ্যুত করতে সক্ষম হবে। বিজেপি মোদীর নীতির উপর ভিত্তি করেই দিল্লিতে ভোটের প্রচার চালিয়েছে।
১.৪৭ কোটি মানুষ নির্ধারণ করবে যে দিল্লির মসনদে কে আসতে চলেছে, তাঁরা কই আবারও আপ’কেই আনবে নাকি পরিবর্তন চেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। তবে নাগরিকত্ব আইন এবং এনআরসির জন্য পরিস্থিতি বেশ কিছুটা উত্তপ্ত অবস্থাতেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তাই দিল্লির ভোট যুদ্ধ এবার বেশ সরগরম।