শনিবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা বৃষ্টি হতে পারে শহরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির জেরে শীত ফিকে হয়েছে। তবে ফেব্রুয়ারির বৃষ্টি আবহাওয়াকে স্যাঁতস্যাঁতে করে রেখেছে। মাঝে মাঝে ভেজা হাওয়ায় ফিরছে শীতের অনুভূতি।
শুক্রবার বিকেল থেকেই আকাশ কালো করে আসে, সন্ধ্যে থেকে শহরে কখনও হাল্কা কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। রাতভর চলেছে এই বৃষ্টি। শনিবার ভোরের দিকেও বৃষ্টি ভিজিয়েছে শহরের পথ ঘাট। আজ দিনভর কলকাতার আকাশ থাকবে এমনই মেঘলা এবং সঙ্গে সঙ্গী হবে বৃষ্টি। এদিকে মেঘলা আবহাওয়ায় শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তা বেড়ে হয়েছে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে। সর্বোচ্চ ২৬ ডিগ্রি থেকে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮১ শতাংশ সর্বনিম্ন ৫৫ শতাংশ। আজ সকাল পর্যন্ত শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। ৯ থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ৯ তারিখের পর থেকে কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নামবে। থাকবে শীতের আমেজ।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুত্ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। বৃহস্পতিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়। শুক্রবার ও রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।