সকাল ৮টায় দিল্লিতে ভোট শুরু

শনিবার সকাল আটটা থেকে শুরু দিল্লিতে ভোট৷ তার আগে বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ এবারে ভোট দুই শিবিরে একদিকে শাহিনবাগ অন্যদিকে সিএএ, এনআরসি ৷ ভোটের জন্য গোটা দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করা হয়েছে ৷দিল্লিতে ভোট হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত।

এবারের ভোটে সব চেয়ে বেশি প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি৷ আপ এবারে গতবারের রেকর্ড (৬৭ আসন জয়) ভাঙতে চাইছে৷ এদিকে বিজেপি ৬৬ আসনে প্রার্থী দিয়ে অনন্ত ৪৫টি আসন জেতার লক্ষ্যে রয়েছে যাতে ভালমতো দিল্লিতে সরকার গড়া যায়৷ ফলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের তাবড় তাবড় মন্ত্রীরা, যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সামিল হয়েছিল ৷ শরিক দলের মুখ্যমন্ত্রী নীতীশকুমারকেও প্রচারে নামিয়েছে৷

কংগ্রেস ও বিজেপি উভয়েই ৬৬ জন করে প্রার্থী দিয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ফল বের হবে। দিল্লির ৭০ আসনের ভোটের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সীমান্তের একাধিক বুথ সহ স্পর্শকাতর এলাকায় রয়েছে বাড়তি নজরদারি। ভোট হবে মোট ১৩ হাজার ৭৫০টি বুথে৷ ভোটে লড়ছেন ৬৭২ জন প্রার্থী এবং ভোটার হল ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন ৷ সংক্রিয় থাকছে প্রায় ৪০ হাজার পুলিস, ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১৯ হাজার হোমগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.