রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে| ফের অগ্নিকাণ্ড দিল্লিতে| শুক্রবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির বিজওয়াসনের আম্বেদকর কলোনিতে অবস্থিত একটি গুদামে ভয়াবহ আগুন লাগে| ওই গুদামের ভিতরে প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের সামগ্রী মজুত ছিল| গুদামের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনরে লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৪টি ইঞ্জিন|আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়| যদিও, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন|
দিল্লি-র দমকল অফিসার অতুল গর্গ জানিয়েছেন, শুক্রবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ আম্বেদকর কলোনিতে অবস্থিত একটি গুদামের গ্রাউন্ড ফ্লোর ও এক-তলায় আগুন লাগে| ৭০০ স্কোয়ার ফুট প্লটের মধ্যে অবস্থিত গুদামটি| ওই গুদামের ভিতরে প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের সামগ্রী মজুত ছিল| দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শুক্রবার সকালে নিয়ন্ত্রণ এসেছে আগুন| এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে|
2020-02-07