বাংলাদেশ কীরকম ড্যাং ড্যাং করে কলকাতা বইমেলায় যায়, নিজেদের দিব্যি একখানা প্যাভিলিয়ন বানিয়ে বই বেচে মস্তি করে চলে আসে। অথচ পশ্চিমবংগের প্রকাশনীগুলোর বাংলাদেশের বইমেলায় ঢোকা নিষেধ। সাংস্কৃতিক আদান প্রদান এক তরফা হয় না।
আমি তোমার এলাকায় গিয়ে বাণিজ্য করবো, কিন্তু আমার এলাকায় ঢুকে তোমাকে যা কিছুই করতে দিই, বাণিজ্য করতে দেব না। কারণটা কী?
কারণটা হলো তোমরা বই বার করো, আমরা ট্র্যাশ বার করি।
তোমাদের ঢুকতে দিলে আমাদের ক্রেতারা তোমাদের বই কিনবে, আমাদের ট্র্যাশ আর কিনবে না, এই ভয়ে তোমাদের প্রবেশে নিষেধাজ্ঞা ঝুলিয়ে রেখেছি। যেন আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় অনন্তকাল ট্র্যাশ বার করে যেতে পারি, আর আমাদের পাঠককে ঠকিয়ে যেতে পারি।
এটাই তো আসল কথা। ঠিক না বেঠিক?