- কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকাও এদিন প্রকাশ করেছে বিজেপি। রয়েছে গোয়ার নাম।
- এখনও পর্যন্ত মোট ২৮৬টি কেন্দ্রের প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। জানালেন জেপি নাড্ডা।
- প্রথমেই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশের প্রার্থীদের নাম। ওই রাজ্যের একাধিক কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হল। নাম রয়েছে একাধিক মন্ত্রী ও সাংসদের।
প্রকাশিত হল বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা। ৪৬ জনের নাম রয়েছে এই তালিকায়। সাংবাদিক বৈঠক করছেন জেপি নাড্ডা।
এদিনই চতুর্থ তালিকা প্রকাশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মাফুজা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে। মাফুজা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বামফ্রন্টের জয়ী বিধায়ক। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দুবারের সাংসদ প্রণব মুখপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। অন্যদিকে, ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খালিদুর রহমান।
ফলে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করা হচ্ছে। আজ শনিবার বিজেপি চতুর্থ তালিকা প্রকাশ করলেও বাংলার জন্যে মাত্র একটি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করা হল। এখনও বাংলাতে ৪২টি লোকসভার মধ্যে ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন এত দেরি তা নিয়েই উঠছে প্রশ্ন।