সকাল সকাল চড়ল কলকাতার পারদ। এক লাফে চার ডিগ্রি বেড়েছে শহরের তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, আবারও হাজির হয়েছে জলভরা মেঘ। পাশাপাশি আবহাওয়াবিদরা এও জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্জা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে রাজ্যে ফের তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার জেরেই সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা।
পূর্বাভাস মতোই বেড়েছে পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবারের থেকে পারদ নেমেছিল ০.১ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল১২.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস মতোই সকাল সকাল ঠাণ্ডা ফের গায়েব। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গিয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ সর্বনিম্ন ৩৭ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে ঢুকবে বৃহস্পতিবার।
আবহাওয়া দফতর জানাচ্ছে , কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবারও চলবে বৃষ্টি। আজ বুধবার থেকে দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে সিকিমেও। বৃহস্পতিবার থেকে দার্জিলিং ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বইবে শুষ্ক আবহাওয়া। এই বৃষ্টি বাদলা থামলে ফের পারদ নামতে পারে পারদ।