দেশের প্রথম ‘লোকপাল’ হিসেবে শপথ নিলেন পিনাকীচন্দ্র ঘোষ।
আগেই জানা গিয়েছিল যে দেশের প্রথম ‘লোকপাল’ পদে বসতে চলেছেন বাঙালি বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। সেই মতোই শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে লোকপাল পদে নিয়োগের ঘোষণা গত ১৯ মার্চ হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সিলেকশন প্যানেলের অনুমোদনেই তাঁকে এই পদে নিয়োগ করা হয়। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ লোকপাল চেয়ারম্যান হিসেবে থাকবেন, তাঁর সঙ্গে লোকপালে কাজ করবেন আরও চার বিচারপতি। বিচারপতিরা ছাড়াও আরও চারজনকে কমিটিতে রাখা হয়েছে। বিচারপতি দীলিপ বি ভোসলে, বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি অভিলাস কুমারী, বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী ছাড়াও রয়েছেন দীনেশ কুমার জৈন, অর্চনা রামসুন্দরম, মহেন্দর সিং, ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম।