দ্রুত নিজের উৎপাদনশীলতা বাড়াচ্ছে ভারত। গত মাসে দেশের উৎপাদন বিগত আট বছরের থেকে বেশি হয়েছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই স্থিতিশীল জায়গায় পৌঁছে যাবে দেশের অর্থনীতি। একটী সমীক্ষায় দেখা গিয়েছে দেশে যে আর্থিক মন্দা চলছিল তা কাটিয়ে উঠে দ্রুত চাঙ্গা হয়ে ওঠার সম্ভবনা রয়েছে বাজারের।
সবথেকে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ব্যবসাগুলিতে। কর্মক্ষেত্রগুলিতে লোকের চাহিদা বেড়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে।
বৃদ্ধির সূচক অনুযায়ী বিভিন্ন পণ্যের চাহিদা ২০১২ সালের পর সবথেকে বেশি বেড়েছে গত বছরে।এর ফলে উৎপাদকরা একদিকে যেমন আগের থেকে অনেক বেশি মাত্রায় উৎপাদন শুরু করেছেন তেমনি আমদানি রফতানিতেও জোয়ার এসেছে।