সূর্য বরাবরই বিজ্ঞানীদের কাছে রহস্য। এই রহস্যময়তার কারণেই প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন সভ্যতার ইতিহাসে সূর্যকে দেবতা জ্ঞানে পুজোর প্রচলন রয়েছে । সময়ে সময়ে এটি সম্পর্কে অনেক অবাক করা তথ্য পাওয়া যায়। এবার বিজ্ঞানীরা প্রথমবারের মতো সূর্যের পরিষ্কার ছবি তুলতে সক্ষম হয়েছেন ।
এই ছবিটি হাওয়াইয়ের একটি পর্বতের শীর্ষে অবস্থিত ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ড্যানিয়েল কে ইনয় দূরবীণ থেকে তোলা, যা চমকপ্রদ সব তথ্য জানতে সাহায্য করে। প্রকৃতপক্ষে, ইনয় টেলিস্কোপটি সূর্যপৃষ্ঠের তিরিশ কিলোমিটার এলাকার ছবি তুলেছে ।
বিজ্ঞানীরা বলেছেন যে সূর্যের পৃষ্ঠটি দেখতে ছোট ছোট দানার মতো, তবে এই দানাগুলি ছোট নয়, প্রতিটি দানা ফ্রান্সের মতো দেশের চেয়েও আকারে বড়। ছবিতে দেখা যাচ্ছে যে সূর্যের উপরিভাগ অনেকগুলি কোষের মতো দেখাচ্ছে , তবে আসল তথ্য যে কাউকে অবাক করবে যে এই কোষগুলি একটি অন্যটি থেকে কয়েকশ কিলোমিটার দূরে রয়েছে ।
ড্যানিয়েল কে ইনয় টেলিস্কোপের পরিচালক টমাস রিম্মেল জানিয়েছেন যে এই ছবি থেকে সূর্য্য পৃষ্ঠের পরিকাঠামো অর্থাৎ কি দিয়ে তৈরি বা কি কি ক্রিয়া বিক্রিয়া সেখানে হচ্ছে সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। খবরে প্রকাশ ইনয় টেলিস্কোপ নাসার পার্কার সোলার প্রোবের সঙ্গে যৌথভাবে কাজ করবে ।
এই সোলার প্রোবটি সূর্যকে প্রদক্ষিণরত। পৃথিবী থেকে প্রায় দেড় কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের স্পষ্ট চিত্র ছাড়াও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে চোদ্দ সেকেন্ডের জন্য সূর্যের ভিতরে বিস্ফোরণ দেখা যাচ্ছে ।
সূর্য আসলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের একটি বিশাল ক্ষেত্র এবং এটি পারমাণবিক ফিশন ও ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মধ্যে শক্তি উৎপন্ন করে। বিজ্ঞানীদের মতে, সূর্যের করোনা (কেন্দ্র) খুব উত্তপ্ত। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫৮০০কেলভিন এবং এর কেন্দ্রস্থলে তাপমাত্রা ১৫৭ মিলিয়ন কেলভিনের কাছাকাছি ।