ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে নোবেল করোনাভাইরাস| কেরলে করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান ইতিমধ্যেই পাওয়া গিয়েছে| রবিবার কেরলে ফের মিলল করোনাভাইরাসের সন্ধান| কেরলের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে| স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, কেরলে করোনাভাইরাসের দ্বিতীয় পজিটিভ উপসর্গ ধরা পড়েছে| ওই রোগী চিনে গিয়েছিলেন, এমন রেকর্ডও রয়েছে| তাঁকে একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে|স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জান জানানো হয়েছে, ওই রোগী শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি| ভারতে করোনাভাইরাসে আক্রান্তের প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল কেরলেই| দ্বিতীয় আক্রান্তেরও সন্ধান পাওয়া গেল দক্ষিণ ভারতের এই রাজ্যে| চিনের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে বিশ্বের দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস|
2020-02-02