নানকানা থেকে সিএএ বিরোধী আন্দোলন বিতর্কিত সব প্রসঙ্গেই তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্রপতির বাজেট সম্ভাষণে

শুক্রবার থেকে শুরু হয় সংসদের বাজেট অধিবেশন | সংসদের দুই কক্ষের জন্য দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন রাষ্ট্রপতি | আর তাতে উঠে এল সাম্প্রতিককালের বিতর্কিত নানা প্রসঙ্গের অবতারণা | পাকিস্তানের নানকানায় গুরুদ্বারার সামনে কট্টরপন্থীদের অবস্থান ও গুরুদ্বারা অবরুদ্ধ করার মত ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের রাষ্ট্রপতি |

তিনি বলেন এই ঘটনা কখনই অভিপ্রেত নয় | এক ভারত,এক সব কিছুই আগামীদিনে মজবুত ভারত গড়ে তুলবে ,আশাবাদী তিনি | সিএএ নিয়ে দেশ জোড়া উত্তাল আন্দোলনের তীব্র বিরোধীতা করেন তিনি | সমাজে কোন কিছুর বিরোধের নামে হিংসার আশ্রয় নেওয়া ,দেশ ও জাতিকে দুর্বল করে বলে মন্তব্য করেন কোবিন্দ |

তিনি বলেন,দেশ ভাগের সময় ভারতবাসী ও ওই দেশের জাতির উপরেই সবচেয়ে বড় আঘাত নেমে এসেছিল | তখনই রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে তিনি বলেন, গান্ধীজি সেই সময় বলেছিলেন পাকিস্তানে যে সকল সংখ্যালঘু হিন্দু ও শিখেরা রয়ে গেলেন তারা চাইলে এদেশে যখন ইচ্ছে চলে আসতে পারেন |

সিএএ সেই ইচ্ছের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে | তাই এখানে বিরোধীতার কোন কারণই নেই | রাষ্ট্রপতির এই উদ্ধৃতির পরই বিজেপি সাংসদের করধ্বনিতে সংসদের উচ্চ কক্ষ মুখরিত হয়ে ওঠে | এই আওয়াজের মধ্যেই অবশ্য বিরোধী সাংসদেরা আওয়াজ তোলেন, “শেম” “শেম” যা কিনা ঢেকে যায় এক সময় মোদি ব্রিগেডের সমর্থনের জোরালো আওয়াজে |


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.