কলকাতায় আরও কমল পেট্রোলের দাম। আজ আরও পাঁচ পয়সা দাম কমেছে শুক্রবারের তুলনায়। কমেছে ডিজেলের দামও।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৫.৯৯ টাকা। শুক্রবার তা ৯ পয়সা কমে হয়েছে ৭৫.৯০ টাকা। শনিবার পয়লা ফেব্রুয়ারি তা আর কমে ৭৫.৮৫ টাকা হয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও কমেছে। ৩১ জানুয়ারি ডিজেলের দাম ছিল ৬৮.৬৪ পয়সা, আজ তা কমে হয়েছে ৬৮.৫৯ টাকা।
মূলত ২৫ জানুয়ারি থেকেই কমছে পেট্রোলের দাম। ২৪ তারিখ পেট্রোলের দাম ছিল ৭৭.০৪ টাকা। ২৫ তারিখ তা হয় ৭৬.৭৭। ধাপে ধাপে কমে তা আজ শুক্রবার ৭৫-এর ঘরে নেমেছে। শুধু কলকাতা নয় সারা দেশেই কমেছে পেট্রোলের দাম।
বৃহস্পতিবার দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে ৭৩.৩৬ টাকা, ৭৮.৯৭ টাকা ও ৭৬.১৯ টাকা। একই ভাবে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম ৬৬.৩৬ টাকা, ৬৮.৭২ টাকা, ৬৯.৫৬ টাকা ও ৭০.০৯ টাকা।
মূলত চিনে অপরিশোধিত তেলের দাম কমেছে করোনা ভাইরাসের আতঙ্ক ও তার প্রকোপে হওয়া মৃত্যুর কারণে। অপরিশোধিত তেলের দাম কমার আরও একটি কারণ, গত সপ্তাহে আমেরিকায় মজুত তেলের পরিমাণ বেড়েছে। সূত্রের খবর , চিনের করোনা ভাইরাসের আতঙ্কের কারণে অপরিশোধিত তেলের দাম আবারও কমায় সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল।