“অপরাধীকে ছাড়া হবে না।” জামিয়া বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ অমিত শাহের

জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamiya Islamia University) আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সঙ্গে অভিযুক্তকে যে ছাড়া হবে না তাও স্পষ্ট করে দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আচমকাই রামভক্ত গোপাল শর্মা নামে এক ১৯ বছরের যুবক জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর গুলি চালায়। ঘটনার পরেই চাঞ্চল্য পড়ে যায় দিল্লি জুড়ে। নিন্দার ঝড় ওঠে দেশের বিভিন্ন প্রান্তে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কঠিন পদক্ষেপ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সঙ্গে
টুইট করে অমিত শাহ লেখেন, “গুলি চালানোর ঘটনা নিয়ে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওঁকে নির্দেশ দিয়েছি, অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। কোনও ভাবেই কালপ্রিটকে ছাড় নয়।” টুইট করে তিনি জানিয়ে দেন এই হামলার ঘটনার তদন্ত করবেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অফ পুলিশ প্রবীর রঞ্জন।

গুলি চালানোর ঘটনায় আহত ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রছাত্রীদের ওপর এখানে গুলিচালনার ঘটনা যে দিল্লির বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে তা ভালই জানেন অমিত শাহ। তাই বিরোধী রাজনৈতিক দল এই আক্রমণের রাজনৈতিক ফায়দা তোলার আগেই কড়া পদক্ষেপ নিয়ে ‘ড্যামেজ কন্ট্রোলে’ চেষ্টা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ঘটনাচক্রে এদিনই ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। ঘটনাচক্রে, ১৯৪৮ সালে আজকের দিনেই নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন মহাত্মা। কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে আপ সহ সপা, বসপা নেতারা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে আজকের দিনেই গণতন্ত্রের ওপর আঘাত বলেও আক্রমণ করেছিলেন বিজেপিকে। কিন্তু প্রাক্তন বিজেপি সভাপতি কড়া অবস্থান নিয়ে বুঝিয়ে দিলেন রাজধানীর বুকে কোনও রকম অনৈতিক কাজ তিনি বরদাস্ত করবেন না। প্রশাসন কঠোর হাতে দমন করবে এমন পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.