দ্য ওয়াল ব্যুরো: মসজিদে মুসলিম মহিলারা প্রবেশও করতে পারবেন এবং নমাজও পড়তে পারবেন। ইসলাম ধর্মে মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশে কোনও বিধিনিষেধ নেই। বুধবার দেশের শীর্ষ আদালতে এমনটাই জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
এত দিন কেবল ইদের দিন মসজিদে গিয়ে নমাজ পড়ার সুযোগ মিলত। এবার থেকে যেকোনও সময় মসজিদে ঢুকতে পারবেন মুসলিম মহিলারা। প্রতি জুম্মাবারে (শুক্রবার) মসজিদে গিয়ে নমাজ পড়াতেও আর কোনও বাধা থাকল না। মুসলিম ল’বোর্ডের তরফে জানানো হয়েছে, মুসলিম মহিলাদের মসজিদে গিয়ে নমাজ পড়ার ক্ষেত্রে কোনও ধর্মীয় বাধা নেই। তারা চাইলেই জুম্মাবারের নমাজ পড়তে পারেন। এমনকি পুরুষ ও মহিলারা একইসঙ্গে বসে নমাজ পড়তে পারেন।
মসজিদে মহিলাদের নমাজ পড়ার অনুমতি চেয়ে গত বছর শীর্ষ আদালতে আবেদন করেন পুণের বাসিন্দা ইয়াসমিন জুবের আহমেদ পীরজাদে ও তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে। শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অনুপ্রাণিত হয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলে জানিয়েছিলেন তাঁরা। ওই দম্পতি বলেছিলেন, ইসলামের প্রবর্তক মহম্মদ মহিলাদের মসজিদে প্রবেশ এবং নমাজ পড়া নিষিদ্ধ করেননি। কোরানেও পুরুষ এবং নারীর মধ্যে কোনও পার্থক্য করা হয়নি। সেখানে শুধু অনুগতদের কথা বলা রয়েছে। তা সত্ত্বেও এতদিন ধরে ইসলাম ধর্মে মহিলারা নিপীড়নের শিকার হচ্ছেন। ফতোয়া জারি করে তাঁদের আটকে রাখা হচ্ছে।
ওই দম্পতির আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। বুধবার ওই মামলারই শুনানি ছিল ন’জন বিচারপতির বেঞ্চে। সেখানে মুসলিম ল’ বোর্ড জানায়, মসজিদে মহিলাদের নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক। এমন ফতোয়া দেশের সব জায়গা থেকে তুলে নেওয়ার আর্জিও জানানো হয় বোর্ডের তরফে।
মুসলিম ল’ বোর্ড জানিয়েছে, জামাত-ই-ইসলাম এবং মুজাহিদ পরিচালিত মসজিদে বেশ কিছু মহিলাকে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে বটে, কিন্তু সুন্নি মসজিদগুলোতে এখনও মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। আবার যে মসজিদগুলোতে নমাজ পড়ার অনুমতি পেয়েছেন মহিলারা, সেখানে তাঁদের জন্য আলাদা প্রবেশ পথ রাখা হয়েছে। নমাজ পড়ার জন্য তৈরি করা হয়েছে আলাদা ঘর। এই ধরনের লিঙ্গ বৈষম্য আর থাকবে না। এবার থেকে পুরুষ ও মহিলারা একই সঙ্গে নমাজ পড়তে পারবেন।