করোনা ভাইরাসে এক ভারতীয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে যে ব্যক্তি মারা গিয়েছেন, তাঁর নাম মনির হোসেন। আদতে ত্রিপুরার বাসিন্দা হলেও মালয়েশিয়ায় থাকতেন তিনি। মালয়েশিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে ওই তরুণের। মালয়েশিয়াতে একটি রেস্তোরাঁতে কাজ করতেন তিনি। ২০১৮ সালে কাজের সন্ধানে মালয়েশিয়া যান তিনি।
ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছেছে তাঁর বাড়িতেও। ২০১৬ সালে বিয়ে করেছিলেন মনির হোসেন। শোকসংবাদে হতভম্ব তাঁর এলাকাবাসীরাও। অন্যদিকে মনিরের দেহ কীভাবে দেশে আনা হবে, তা ভেবে পাচ্ছে না মনির হোসেনের পরিবার। তাঁরা এমন পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্যের দিকেই তাকিয়ে আছে তাঁর পরিবার।
করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুপুরী হয়ে যাচ্ছে চিন৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। চিনা স্বাস্থ্যবিভাগ মঙ্গলবার জানিয়েছে, প্রায় ৬ হাজার মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক।
নেপাল সংলগ্ন ভারতের বিভিন্ন রাজ্যেও এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল৷ অন্তত দুই শতাধিক ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশেও। চিনের বাস্তব অবস্থা নিয়ে সরব পডুয়াদের অনেকেই বাংলাদেশি৷ তাঁরা বিভিন্ন সোশ্যাল সাইটে বলেছেন, উহান শহরের পরিস্থিতি৷ প্রায় নজরবন্দি অবস্থার কথা৷