সিএএর বিরোধে বনধ ডেকেছিল বহুজন ক্রান্তি মোর্চা নামের এক সংগঠন। বিক্ষোভ চলছিল মহারাষ্ট্রের যবতমালে । সেখানে বনধকারীরা প্রথমে দোকানদারদের ব্যাবসা বন্ধ করতে বললে তারা আমল দেননি। অগত্যা উয়পায়ান্তর না দেখে বনধকারীরা শুরু করে দোকানদারদের হেনস্থা। এমনকি মহিলারাও পাননি ছাড়।
সেখানে এক মহিলাকে হেনস্থা করতে আসে এক বনধ সমর্থক। আর তাতেই হিতে বিপরীত হয়। হাতে লঙ্কাগুঁড়ো নিয়ে তেড়ে আসেন ওই মহিলা। শেষ অবধি ছুড়েও মারেন তাদের দিকে। আর তাতেই চম্পট দেয় ওই বনধ সমর্থনকারীরা ।
এদিন দেশের বিভিন্ন প্রান্তে বনধে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখা দেয় বনধের সমর্থনে মিছিল পুনেতেও এদিন দেখা যায় বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন তবে কোনো জায়গাতেই তা বিশেষ সাড়া পায়নি বলে খবর ।