সরস্বতী পুজোর নির্ঘন্ট এবং সময়সূচি নিয়ে এবার তর্ক-বিতর্ক কম হয়নি। বুধবার নাকি বৃহস্পতিবার? সরস্বতী পুজোর বিধিসম্মত দিন আসলে কবে, তা নিয়ে আলোচনা, তর্ক বেশ ভালোই চলেছে। ক্যালেন্ডার অনুযায়ী, সরস্বতী পুজো ২৯ জানুয়ারি, বুধবার। কিন্তু, বিশুদ্ধ সিদ্ধান্ত-সহ প্রায় সব পঞ্জিকার মত, সরস্বতী পুজো ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার। নির্ঘন্ট এবং সময়সূচির পর এবার ভিলেন বৃষ্টি! পূর্বাভাস ছিলই, সেই মতো সরস্বতী পুজোর সকাল থেকে কলকাতা ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। কলকাতা ও শহরতলিতে সকাল সাতটা নাগাদ শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ঘন্টাখানেক পর বৃষ্টি অবশ্য থেমে যায়, রোদও ওঠে। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সে যাইহোক সরস্বতী পুজো বলে কথা, তাই মাথায় ছাতা নিয়েই বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। বেশির ভাগ স্কুল-কলেজ, এমনকি অনেক বাড়িতেও বুধবারই সরস্বতী পুজো হয়েছে। বৃষ্টি বিঘ্ন ঘটালেও, বুধবার সকাল থেকেই রাজ্যবাসী মেতে ওঠে সরস্বতী পুজোর আনন্দে| স্কুল-কলেজ, পাড়ায় পাড়ায় চলে বাণী বন্দনা| পুজোর দিনে শাড়িতে উজ্জ্বল কচিকাঁচারা পুষ্পাঞ্জলি দেয়।
মাথায় ছাতা নিয়েই বুধবার সকাল থেকে স্কুল ও কলেজগুলিতে পাঞ্জাবি ও শাড়ি পড়া যুবক-যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মতো| বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলে কথা, তাই উৎসাহ তুঙ্গে ছিল যুবক-যুবতীদের মধ্যে|
বসন্ত পঞ্চমীর সকালে কেউ নিজের বাড়িতে, কেউ আবার স্কুল-কলেজে হাজির হন পুষ্পাঞ্জলি দিতে| পাশাপাশি দিনভর চলে ভুরিভোজ| কোথাও মেনুতে ছিল খিচুড়ি, কোথাও ফ্রায়েড রাইস, কোথাও আবার পোলাও| সব মিলিয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই বাগদেবীর আরাধানায় মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ|
2020-01-29