শাহীন বাগ বিক্ষোভের মুখ ও জেএনইউর ছাত্র শারজিল ইমামকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। শারজিলকে বিহারের জাহানাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে শারজিলের সন্ধানে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। যেখান থেকে পুলিশ শারজিলের ভাই মুজাম্মিল ইমামকে আটক করে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দিল্লি পুলিশ শারজিলের সন্ধানে মুম্বই, পাটনা এবং দিল্লিতে তল্লাশি করছিল। দিল্লি পুলিশ আশঙ্কা করেছিল, সে বিহার হয়ে নেপালে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন হবে ।
দিল্লি পুলিশ সোমবার জানায় যে তাকে সর্বশেষ ২৫ শে জানুয়ারী সর্বসমক্ষে দেখা যায় । সন্ধ্যায় বিহারের ফুওয়ারি শরীফে এক বৈঠকে সে উপস্থিত ছিল।
শারজিল একটি বিতর্কিত ভিডিওতে বলে যে সে আসামকে ভারত থেকে আলাদা করবে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল । জেএনইউর ছাত্র শারজিল ইমামকে গ্রেপ্তারের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন যে কারওই এমন কিছু করা উচিত নয় যা দেশের স্বার্থের পরিপন্থী। অভিযোগ ও গ্রেফতারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে ।
রিসার্চ স্কলার শারজিল ইমামের বিতর্কিত ভিডিওটি জেএনইউ ক্যাম্পাসের প্রক্টরিয়াল কমিটিও গুরুত্ব সহকারে দেখছে। কমিটি শারজিলকে নোটিশ দিয়ে করে ৩ ফেব্রুয়ারির মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেয়। শারজিলের প্রয়াত পিতা আকবর ইমাম স্থানীয় জেডিইউ নেতা ছিলেন এবং একবার বিধানসভা নির্বাচনেও জেডিইউএর টিকিটে প্রতিদ্বন্দিতা করেন। তবে তাকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। শুধু শারজিলের বাবা নয় তার ছোট ভাই মুজাম্মিল ইমামও রাজনীতিতে জড়িত রয়েছেন। তিনি জেডিইউ ছেড়েছেন মাত্র কয়েক মাস আগে ।