চিনের নভেল করোনা ভাইরাস চিন্তা বাড়িয়েছে গোটা বিশ্বের। সীমান্ত পেরিয়ে অন্য দেশেও থাবা দিয়েছে এই মারণ ভাইরাস। নেপালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন আর সেই ঘটনার পরথেকেই নেপাল থেকে পশ্চিমবঙ্গ ঢোকার প্রবেশদ্বার পানিট্যাঙ্কিতে নজরদারি কড়া করেছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রক সুত্রের খবর, “ভারত-নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার সীমান্ত এলাকা পানিট্যাঙ্কিতে নজর রাখা হচ্ছে”।
রবিবার ১৩৭ বিমানে মোট ২৯ হাজার ৭০৭ জন যাত্রী ভারতে এসেছে এবং পরীক্ষা করে দেখা গিয়েছে এখনও দেশ করোনা ভাইরাস মুক্ত।
জানুযারির ২৪ তারিখ নেপালের জনসংখ্যা ও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ইউয়ান থেকে সদ্য ফেরত একজন পড়ুয়ার দেহ পরীক্ষা করে করোনা ভাইরাস ধরা পড়েছে।
নেপাল এই মুহূর্তে ষষ্ঠতম দেশ যেখানে করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তের বয়স ৩০ যিনি গবেষনার কাজে যুক্ত।
করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এখনও কোন ভ্যাকসিন পাওয়া যায়নি। চিনের বাইরে প্রথম জাপানে জানুযারির ১৬ তারিখ করোনা ভাইরাস সংক্রান্ত প্রথম ঘটনাটি ধরা পড়েছে।
কী এই ‘করোনা’ ভাইরাস?
নোভেল করোনা প্রকৃতির ভাইরাস। সার্স এর মতো দ্রুত সংক্রামিত হয় করোনা ভাইরাস। পশু-পাখি বা গবাদি পশুর শরীরে মেলে করোনা। পশু-পাখির থেকে সরাসরি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানুষের থেকে মানুষের শরীরে প্রবেশেরও আশঙ্কা রয়েছে।
করোনা ভাইরাসের উপসর্গ করোনা ভাইরাসের উপসর্গ নিউমোনিয়ার মতোই কিন্তু করোনা ভাইরাসের কামড় অনেক ভয়াবহ।
নিউমোনিয়া ভেবে ভুল করলেই বিপদ। করোনা রুখতে কোনও ভ্যাকসিন নেই। করোনা মোকাবিলায় নেই নির্দিষ্ট চিকিৎসাও
তবে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে দাবি চিকিৎসকদের একাংশের ।