করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত সন্দেহে রাজস্থানে এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হল। ব্যক্তিকে আইসোলশনে রখা হয়েছে বলে জানিয়েছেন, রাজস্থানের (Rajasthan) স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। তিনি জানান চিনে ডাক্তারি পড়া শেষ করে ওই ব্যক্তি দেশে ফেরেন। সন্দেহের সঙ্গে সঙ্গে ব্যক্তির বাড়ির লোকেদের এবং দেশে ফেরার পর যাঁদের সংস্পর্শে আসেন তিনি তাঁদের নানারকম পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেওয়া হয়।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর ওই ব্যক্তির রক্তের নমুনা পুনার ন্যাশনাল ভাইরোলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এক দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল হু। চিনের সীমা আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে নেপালেও আক্রান্তের কথা খবরে এসেছে। ভারতও এবার সেই তালিকায় পড়ে কিনা এবার সেটাই দেখার।