দেশকে স্বচ্ছ এবং প্লাষ্টিক মুক্ত করার আহ্বান জানিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই আহ্বনকে সামনে রেখে প্লাষ্টিক মুক্ত স্বচ্ছ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে, আজ ২৬ শে জানুয়ারি ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়।
কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের অন্তর্গত ১৬ নং ওয়ার্ডে বি.টি. রোডের পাশেই অনুষ্ঠানটি সংঘটিত করা হয়েছিল। কাপড়ের ব্যাগ ছাড়াও অনুষ্ঠান স্থল থেকে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত লিফলেটও সাধারণ মানুষকে বিতরণ করা হয়।
ভারতীয় জনতা পার্টির আজকের অনুষ্ঠানটি তারকা খচিত না হলেও সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার ডাক্তারবাবু ডা. এ.কে. বিশ্বাস ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল-বেঙ্গল কবাডি অ্যাসোশিয়েশনের অ্যাসোশিয়েট সেক্রেটারি এবং কলকাতা নর্থ সাব-আর্বান জেলার(বিজেপির সাংগঠনিক জেলা KNSD) কোষাধাক্ষ উৎপল ঘোষ দস্তিদার, ডা. এ.কে. বিশ্বাস, অবসরপ্রাপ্ত SAI-র কোচ সঞ্জীব পাল, KNSD-র সেক্রেটারি অরিন্দম দাস, কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের প্রেসিডেন্ট অলোক ধর, জেনারেল সেক্রেটারি শিবাজী গুহ রায় এবং সেক্রেটারি বাসব মন্ডল।
বর্তমান পরিস্থিতিতে CAA-র উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন উৎপল ঘোষ দস্তিদার। কেন এই আইনকে মানুষের সমর্থন করা উচিৎ সুন্দর ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন।
স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন বিজেপির
দেশকে স্বচ্ছ এবং প্লাষ্টিক মুক্ত করার আহ্বান জানিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই আহ্বনকে সামনে রেখে প্লাষ্টিক মুক্ত স্বচ্ছ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে, আজ ২৬ শে জানুয়ারি ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়।
কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের অন্তর্গত ১৬ নং ওয়ার্ডে বি.টি. রোডের পাশেই অনুষ্ঠানটি সংঘটিত করা হয়েছিল। কাপড়ের ব্যাগ ছাড়াও অনুষ্ঠান স্থল থেকে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত লিফলেটও সাধারণ মানুষকে বিতরণ করা হয়।
ভারতীয় জনতা পার্টির আজকের অনুষ্ঠানটি তারকা খচিত না হলেও সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার ডাক্তারবাবু ডা. এ.কে. বিশ্বাস ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল-বেঙ্গল কবাডি অ্যাসোশিয়েশনের অ্যাসোশিয়েট সেক্রেটারি এবং কলকাতা নর্থ সাব-আর্বান জেলার(বিজেপির সাংগঠনিক জেলা KNSD) কোষাধাক্ষ উৎপল ঘোষ দস্তিদার, ডা. এ.কে. বিশ্বাস, অবসরপ্রাপ্ত SAI-র কোচ সঞ্জীব পাল, KNSD-র সেক্রেটারি অরিন্দম দাস, কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের প্রেসিডেন্ট অলোক ধর, জেনারেল সেক্রেটারি শিবাজী গুহ রায় এবং সেক্রেটারি বাসব মন্ডল।
বর্তমান পরিস্থিতিতে CAA-র উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন উৎপল ঘোষ দস্তিদার। কেন এই আইনকে মানুষের সমর্থন করা উচিৎ সুন্দর ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন।
কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের জেনারেল সেক্রেটারি শিবাজী গুহ রায় জানিয়েছেন, “অনুষ্ঠানটি স্বচ্ছ ভারত নিয়ে হলেও CAA সংক্রান্ত বিষয়েও মানুষকে অবগত করার চেষ্টাও করা হয়েছে। কারণ বিরোধী রাজনৈতিক শক্তি যে ভাবে সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে চলেছে, তা প্রতিহত করতেই এই প্রচেষ্ঠা।”
কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের প্রেসিডেন্ট অলোক ধর জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে স্বচ্ছ করে তোলার আহ্বান করেছেন। সেই আহ্বানকেই এগিয়ে নিয়ে যেতে, স্বচ্ছ ভারত গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।”
অনুষ্ঠানটিতে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতন।
অনিক বোস