আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিতে সায় দিল মোদী সরকার।বেশ কিছুদিন আগে এই ব্যাপারে সরকারের অনুমতি চেয়েছিল ইলেকশন কমিশন। সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আইন মন্ত্রক তথ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইলেকশন কমিশনকে। প্রত্যুত্তরে ইলেকশন কমিশন জানায় তথ্য সুরক্ষার ব্যপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট পাঠানো হয় আইন মন্ত্রককে।
প্রসঙ্গতঃ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। কিন্তু সেই বছরের অগাস্ট মাসে অ্যাপেক্স কোর্ট এলপিজি এবং কেরোসিনের ক্ষেত্রে আধারের ব্যবহার দরকার নেই বলে জানানোর ফলে কাজ বন্ধ হয়ে যায়। সূত্রের খবর ইতিমধ্যেই ৩৮ কোটি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হয়ে রয়েছে।