জম্মু-কাশ্মীর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে উপত্যকা জুড়ে চালু করা হবে ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা। আজ থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। তবে তাতেও রয়েছে বিধিনিষেধ। বেশ কিছু ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তালিকাভুক্ত করা হয়েছে। সেইসব ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না কেউ।
কয়েক দিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে জম্মু-কাশ্মীরের কিছু জায়গায় ২জি পরিষেবা চালু করেছিল প্রশাসন। সেই পরিষেবা এবার সব জায়গায় চালু করা হচ্ছে। পোস্টপেড ও প্রিপেড দু’ধরনের সিমেই এই ইন্টারনেট পরিষেবা পাবেন উপত্যকাবাসী। ৩১ জানুয়ারি পুনরায় এই বিষয়ে আলোচনা করবে প্রশাসন বলে জানা গিয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “উপত্যকার সব বাসিন্দাদের একথা জানানো হচ্ছে, গোটা জম্মু-কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে শনিবার থেকে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। শনিবার থেকে আগামী আগামী শুক্রবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। তারপর প্রশাসন বৈঠক করে পরবর্তী ঘোষণা করবে। যদি তার মধ্যে অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাও জানিয়ে দেওয়া হবে।”
অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এমনকি মোবাইল পরিষেবাওও বন্ধ ছিল উপত্যকা জুড়ে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে শুরু হয় সমালোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলিও সোচ্চার হয়। বিষয় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই বিষয়ে হস্তক্ষেপ করে দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, সরকারের এই সিদ্ধান্ত মানুষের ব্যক্তি অধিকারকে খর্ব করছে। ইন্টারনেট পরিষেবা ফের চালু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই জম্মুর পাঁচটি জেলায় ও কাশ্মীরের বেশ কিছু সরকারি অফিস-আদালতে চালু হয় ২জি ইন্টারনেট পরিষেবা। সেই পরিষেবা আজ থেকে আরও বিস্তৃত করা হল।