৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘটে ভয়ঙ্কর প্রভাব পড়বে, আশঙ্কা এসবিআইয়ের

৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি বনধের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, দু’দিন ব্যাপী বনধের ফলে ব্যাংকিং পরিষেবায় বেশ কিছুটা প্রভাব পড়বে।

ইউনিয়নের ডাকা বনধের দ্বিতীয় দিনে ২০২০ সালের আর্থিক বাজেট পেশ করা হবে। জানুযারির ৩১ তারিখ অর্থাৎ বনধের প্রথমদিনে ভারতের আর্থিক সমীক্ষা হবে। দ্বিতীয় দিনে অর্থাৎ ফেব্রুয়ারির ১ তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট পেশ করবেন। এসবিআই জানিয়েছে যে সবরকম ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে দেশের সর্বত্র পরিষেবা স্বাভাবিক রাখা যায়।

আরও জানা গিয়েছে, “দেশের সবকটি শাখায় পরিষেবা স্বাভাবিক রাখতে ব্যবস্থা করা হলেও বনধের প্রভাব ব্যাংকের কাজে প্রত্যক্ষ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে”।

বেতন বাড়ানোর দাবিতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের কোনও ইতিবাচক দিক না বেড়োলে ঠিক তারপরই দু’দিন ব্যাপী বনধের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পষ্ট বলা হয়েছিল যে, “আইবিএ উপদেশ দিয়েছে যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যার আওতায় নয়’টি মুখ্য ইউনিয়ন রয়েছে তাঁরা সকলেই ভারতব্যাপী দু’দিনের বনধের ডাক দিয়েছে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারিতে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.