করোনাভাইরাস-এর আতঙ্কে কাঁপছে চিন| লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| করোনাভাইরাসের উত্সস্থল চিনের উহান এবং হুয়াংগাং শহরে হু হু করে বাড়ছে সংক্রামিত মানুষের সংখ্যা| চিনে ইতিমধ্যেই করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের| সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ| চিন ছাড়িয়ে এই ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতেও| বিশ্বজুড়েই এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে|
করোনাভাইরাস রুখতে তত্পর ভারতও|বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এবং চিনে আমাদের দূতাবাসে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে| চিন থেকে আসা প্রতিটি মানুষকে স্ক্রিনিং প্রক্রিয়ার (বিমানবন্দর) মধ্যে দিয়ে যেতে হবে|
চিনে উত্পত্তি ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতে| এননকি সুদূর যুক্তরাষ্ট্রের সিয়াটলেও থাবা বসিয়েছে এই ভাইরাস| ভারতের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশেই| চিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের| সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ|
2020-01-24