খাস কলকাতায় দখল হয়ে গেল একটি স্কুলের ৫০ শতাংশ। স্কুল দখল করে বিয়েবাড়ির ভাড়া দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারি রামের বিরুদ্ধে। বু্ধবার সকালে গার্ডেনরিচের নিমকমোহন রোডের আর্য পরিষদ বালিকা বিদ্যালয়ের ঘটনা। এদিন শিক্ষিকা ও ছাত্রীরা স্কুলের গেটে তালা ঝুলতে দেখেন। স্কুলের সামনে মাঠের অর্ধেক জুড়ে প্যান্ডেল করা। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, ডেকরেটরসের জিনিসপত্র। স্কুলের চারটি ক্লাসরুম ও প্রার্থনা হলও দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা কান্তা। প্রায় সারাবছরই আর্থিক লেনদেনের মাধ্যমে স্কুল বাড়িভাড়া দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারি রাম। সূত্রের খবর, এসবের পিছনে রয়েছে রাম পেয়ারি রামের ঘনিষ্ঠ রাজ নামে এক ব্যক্তি। স্কুলের তরফে এনিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এরপরেই প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
2020-01-23