প্রতি মুহূর্তে নকশাল হামলার আশঙ্কা, প্রসুতিকে কাঁধে নিয়ে ৬ কিলোমিটার হাঁটলেন সিআরপিএফ জওয়ানরা

ছত্তীসগড়ে প্রতিদিনই নকশাল আতঙ্কের মধ্যে কাজ করেন সিআরপিএফ জওয়ানরা। তাঁদের বিরুদ্ধে অনেক সময়েই অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। এর মধ্যেই নজর কাড়ল জওয়ানদের একটি ছবি। খাটিয়ায় শুয়ে থাকা এক প্রসুতিকে কাঁধে নিয়ে চলেছেন জওয়ানরা।

রাজ্যের বিজাপুরের এক প্রত্যন্ত এলাকা পাডেডার এক গ্রামে প্রসব বেদনায় ছটফট করছেন এক মহিলা। কাছের হাসপাতাল জঙ্গলঘেরা গ্রাম থেকে অনেক দূরে।  কাছের পাকা রাস্তায় যেতে গেলেও হাঁটতে হবে অনেকটা রাস্তা। কোনও উপায় না দেখে বাড়ির লোকজন খবর দেন এলাকায় টহল দিতে থাকা সিআরপিএফকে।  সেই খবর পেয়েই ছুটে এলেন তাঁরা।  মাওবাদী হামলার চিন্তা উড়িয়ে হাত বাড়িয়ে দিলেন মহিলার সাহায্যের জন্য।


প্রসুতির খাটিয়াটিকে দড়ি দিয়ে ঝুলিয়ে কাঁধে তুলে নিলেন জওয়ানরা। এরপর জঙ্গলের রাস্তায় টানা ৬ কিলোমিটার হেঁটে তাঁরা পৌঁছলেন রাস্তায়। সেখান থেকে প্রসুতিকে নিকটবর্তি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। সেখানেই সন্তান প্রসব করেন ওই মহিলা।  সন্তান ও  মা দুজনেই বর্তমানে সুস্থ্য রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.