কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, শীতের আমেজ পশ্চিমবঙ্গে

মকর সংক্রান্তির পর আচমকাই উধাও হয়ে গিয়েছিল শীত| কিন্তু, গত সোমবার থেকে ফের ঠাণ্ডার আমেজ ফিরেছে পশ্চিমবঙ্গে| শীতের আমেজ বজায় ছিল বুধবারও| খুব ঠাণ্ডা না হলেও, শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে| আগামী শুক্রবারের পর থেকে আরও বদলে যেতে পারে আবহাওয়া| শনিবার এবং রবিবার ঠাণ্ডা আরও বাড়তে পারে| এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর|উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে| বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে|
এই মুহূর্তে তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায়| ফলে উত্তুরে হাওয়া হু হু করে ঢুকছে পশ্চিমবঙ্গে| তাই শীতের আমেজ ফিরেছে| শীতের পাশাপাশি কুয়াশারও দাপট রয়েছে| বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.