পশুর মত গণ্ডায় গণ্ডায় সন্তান উৎপাদন মানুষের পক্ষে মোটেই ভাল কথা নয়। দেশের পক্ষেও ক্ষতিকর। কয়েকদিন আগেই সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতন হবার কথা বলেছিলেন এবং সরকারকেও এ ব্যপারে উদ্যোগী হতে বলেছিলেন। এবার সেই একই আওয়াজ উঠল মুসলিম সমাজের মধ্যে থেকে। উত্তরপ্রদেশের সিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি।
সংবাদ সংস্থা এএনআই কে রিজভি বলেন, পশুর মত সন্তান উৎপাদন দেশের পক্ষে ক্ষতিকর। তাঁর মতে, অনেকে মনে করেন সন্তান উৎপাদনে কোনও ভাবে বাধা দেওয়া বা কৃত্রিম উপায়ে রোধ করার চেষ্টা করা ঠিক নয়। তবে এই ধারনা দেশের ও সমাজের বড় ক্ষতি করে দিচ্ছে। সিয়া বোর্ডের চেয়ারম্যান এই কথা বললেও মুসলিম সমাজের সুন্নি অংশের এই বিষয়ে কি অভিমত তা এখনও জানা যায়নি।