এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল। এলাহাবাদ হেরিটেজ সোসাইটি একটি পিটিশন দায়ের করেছে। গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এলাহাবাদের নাম প্রয়াগরাজের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।
পিটিশনে ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ এ এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়, যেখানে এলাহাবাদ নাম বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছিল, শহরের নাম পরিবর্তন জনস্বার্থের ক্ষতি হয় না। হাইকোর্ট বলেছিল, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং এতে হস্তক্ষেপ করতে পারে না। আবেদনে বলা হয়েছে, এলাহাবাদ নামটি শহরের সাথে চারশো বছরেরও বেশি সময় ধরে জড়িত। এই নামটি কেবল কোনও জায়গার নাম নয়, এটি শহরের পরিচয়।
আবেদনে বলা হয়েছে, এ ধরনের নাম পরিবর্তন জীবিত সাংস্কৃতির উপর আক্রমণ। সংশ্লিষ্ট নির্বাহী সংস্থা নির্ধারিত নিয়ম প্রক্রিয়া অনুসরণ না করে নাম পরিবর্তন করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিল।
2020-01-20