আজই সভাপতি পদে অভিষেক হতে চলেছে জেপি নাড্ডার। সোমবার সকালে বিজেপির (BJP) সভাপতি পদে নিজের মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা অবধি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। মনে করা হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডাই (J P Nadda) হতে চলেছেন একমাত্র প্রার্থী। তাই ভোটাভুটির কোনও প্রয়োজন হবে না বলেই বিজেপি সূত্রে খবর। যদি একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেন তবেই হলে মঙ্গলবার ভোটাভুটি হবে। তা না হলে আজই নাড্ডাকে দলের সভাপতি বলে ঘোষণা করে দেওয়া হবে।

আজ বিজেপির সদর দফতরে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে নাড্ডার সভাপতি হওয়ার ব্যাপারে আলোচনা করা হবে। বিজেপির অনেক দিনের কর্মী হলেন জেপি নাড্ডা। ১৯৯৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বার তিনি হিমাচলপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি প্রথমে স্বাস্থ্য, ও পরে বন এবং পরিবেশমন্ত্রী হন। হিমাচল প্রদেশ সরকারে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ক মন্ত্রী। আরএসএসে নাড্ডার বেশ ভাল যোগাযোগ রয়েছে। ছাত্রাবস্থা থেকেই আরএসএসে রয়েছেন এবং ছাত্রনেতাও ছিলেন তিনি। সাংগঠনিক অভিজ্ঞতা তাঁর আছে। অমিত শাহ (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে যে নাড্ডাকে পরবর্তী সভাপতি হিসেবে বেছে নিয়েছে সংঘ পরিবার। যদিও শাহের দুবারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিজেপির সাংগঠনিক নিয়মেই তাঁকে সরতে হবে।

২০১০ সালে জেপি নাড্ডা দিল্লিতে এসে জাতীয় নেতাদের সঙ্গে কাজ করতে শুরু করেন। ২০১২ সালের এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সাংসদ হন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের স্বাস্থ্যমন্ত্রী হন। ২০১৯ সালে তিনি দলের কার্যনির্বাহী সভাপতি পদ দেওয়া হয় তাঁকে। সভাপতি হয়েই নাড্ডার প্রথম চ্যালেঞ্জ হবে দিল্লির বিধানসভা নির্বাচন, তার পরেই বিহারের বিধানসভা নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.