সিএএ নিয়ে বিতর্ক থামার কোনো নাম নেই । এরই মধ্যে কর্নাটক সফরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করা দলগুলিকে দলিত বিরোধী বলে আখ্যায়িত করেছেন ।
কংগ্রেসেকে আক্রমণ করে শাহ বললেন, রাহুল গান্ধী প্রথমে পুরো আইনটি পড়ে নিন , তারপরে আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি উনি প্রমাণ করুন কিভাবে এই আইনে মুসলিমরা নাগরিকত্ব হারাবে ।
কিন্তু অসম্পূর্ণ জ্ঞান দিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। জন জাগরণ অভিযানের শীর্ষক একটি জনসমাবেশকে উদ্দেশ্য করে শাহ বলেন, নতুন আইনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনও বিধান নেই, এটি নাগরিকত্ব দেওয়ার আইন ।
কংগ্রেস এবং রাহুল গান্ধীর সঙ্গে বিরোধীরা জনগণকে কেবল বিভ্রান্ত করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুরো আইন সঠিকভাবে পড়ে নিন , তার পরে সংসদীয় কার্য্যমন্ত্রী প্রহ্লাদ যোশী তাঁর সঙ্গে এই আইন নিয়ে অর্থবহ বিতর্ক করতে প্রস্তুত ।
কর্ণাটকে পৌঁছে শাহকে বিমানবন্দরে স্বাগত জানান সিএম ইয়েদুরাপ্পা। কর্ণাটকে, কংগ্রেস তাকে অনেক জায়গায় তাঁকে কালো পতাকাও দেখায় ।
প্রাক্তন সিএম সিদ্ধারামাইয়া বলেন, শাহর কেবল কথার মধ্য দিয়ে শুধু মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়, বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চলে গিয়ে দেখা উচিত যে কেন্দ্রের আর্থিক সহায়তা যথেষ্ট কিনা ।
শাহ ধর্মের ভিত্তিতে কংগ্রেসের দেশকে বিভক্ত করার অভিযোগ আনেন। ভোটব্যাঙ্কের জন্য, কংগ্রেস সহ পুরো বিরোধীরা, তারা বাংলায় তৃণমূল কংগ্রেসই হোক, দিল্লির আম আদমি পার্টি, জেডিএস, বিএসপি বা এসপি সবাইকে ভাগ করে নিয়ে নিজেদের সুবিধা করতে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি ।